আলো খুঁজি আঁধারে
আঁধার রাত, নিঃশব্দ পাথ
চোখের জলে ভিজে যায় গাথ,
দুনিয়ার মোহে ভুলে ছিলাম
রবের ডাকে ফিরে এলাম।
নিঃসঙ্গ হৃদয়, ব্যথায় ভারী,
সেই ডাকে ছিল শান্তির বাড়ি।
“আস্তাগফিরুল্লাহ” বলতেই শুধু,
জীবন পেল রহমতের রসদ রুধু।
নামাজে চোখে জ্যোতির ঝরনা,
আয়াতের শব্দে মিলে সুরের করুণ গাঁথা।
প্রতিটি সিজদায় দোয়া করি,
“হে আল্লাহ! তুমি তো সবই জানো,
আমায় ছাড়িও না কখনোই একাকী।”
জীবনটা ক্ষণিকের পথিক,
আখেরাতে হোক আলোর ঐকিক।
চলো ফিরি রবের ডাকে,
তওবার ঝর্ণা বয় হৃদয় পাকে।
আলো খুঁজি আঁধারে লিখা-মিনহাজ