তুমি আছো — হে আমার রব!
তুমি আছো, যখন রাত নেমে আসে,
অশ্রুভেজা চোখে কেউ চুপচাপ ডাকে।
তুমি শোনো, নিঃশব্দ সেই দীর্ঘশ্বাস,
মনের অন্ধকারে দাও তুমি আলোর আশ্বাস।
তুমি জানো, ভাঙা অন্তরের আর্তি,
“নিরবে কাঁদে যে, থাকো তারও সাথি।”
তুমি চাও না কেউ হারিয়ে যাক,
তাই বারবার দিলে ফেরার ডাক।
পাপের পাহাড়ে থেমে গেছি আমি,
তবুও বলো, “ফিরে এসো প্রিয় বান্দা
আমি আছি, আমি আছি!”
তোমার রহমত ঢেকে দেয় সব দাগ,
তাওবার চোখে মুছে যায় সব ভাগ।
তুমি আছো, তাই ভয় করি না আর,
এই পৃথিবী নয় আমার চিরকারার ঘর।
তোমার দিকে ফিরলেই মেলে শান্তির পথ,
হে আল্লাহ! তুমিই আমার আশা, তুমিই একমাত্র মোহ।
তুমি আছো — হে আমার রব! লিখা-মিনহাজ